পিডিএফ বুকঃ | নওয়াব পরিবারের ডায়েরিতে ঢাকার সমাজ ও সংস্কৃতি |
লেখকঃ | অনুপম হায়াৎ |
প্রকাশনীঃ | বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
নওয়াব পরিবারের ডায়েরিতে ঢাকার সমাজ ও সংস্কৃতি বইটি ১৮৭ পৃষ্ঠা ৪ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে noyab poribarer diaryte Dhakar somaz o sonskriti pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা মেইল করে জানান ৷
ঢাকা তথা বাংলাদেশ আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইতিহাসে খাজা পরিবারের রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ৷ অষ্টাদশ শতকের প্রথম দিকে কাশ্মীর থেকে আগত এই পরিবার সিলেট, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা বরিশাল ও পটুয়াখালীতে ব্যবসা-বাণিজ্য ও জমিদারীর মাধ্যমে অনেক সম্পদের মালিক হয় ৷ ব্রিটিশ সরকারের সঙ্গে এই পরিবারের ছিল ঘনিষ্ঠতা ৷ এই পরিবারের খাজা আব্দুল গনি ব্রিটিশের কাছ থেকে নওয়াব ও স্যার উপাধি পান ৷ এই পরিবারের অনেকেই নিয়মিতভাবে রোজনামচা বা ডায়েরি লিখতেন ৷ তাদের মধ্যে এপর্যন্ত নওয়াব খাজা আহসানুল্লাহ, কাজী আব্দুল কাইউম, নবাবজাদা খাজা আফজাল, খাজা শামসুল হক, খাজা মওদুদের কিছু ডায়েরি পাওয়া গেছে ৷ এসব ডায়রির বেশিরভাগ জুড়েই রয়েছে নবাব পরিবারের প্রসঙ্গ ৷ ডায়েরিতে অনেক তথ্যই যেমন অজানা তেমনি জাতীয় ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ ৷ সেই গুরুত্ব বিবেচনা করেই সংগৃহীত ডায়েরির নির্বাচিত অংশ প্রয়োজনীয় সংশোধনী বা মন্তব্য সমূহ তুলে ধরা হয়েছে ৷
বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারি” নামক অনলাইন শপ থেকে ৳94 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!