পিডিএফ বুকঃ | এসো এক আল্লাহর দাসত্ব করি |
লেখকঃ | আবদুস শহীদ নাসিম |
প্রকাশনীঃ | বর্ণালী বুক সেন্টার |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
এসো এক আল্লাহর দাসত্ব করি বই প্রসঙ্গ
মানুষ আর পশু এক নয় ৷ পশু জ্ঞান অর্জন করতে পারে না, মানুষ পারে ৷ মানুষের মত বিবেক বুদ্ধিও পশুর নেই ৷ মানুষ নিজের মেধা ও প্রতিভার বিকাশ সাধন করতে পারে, পশু পারে না ৷ মানুষ গবেষণা উদ্ভাবন ও আবিষ্কার করতে পারে, বিরাট বিরাট কাজ সম্পাদনা করতে পারে, কিন্তু পশু এগুলো পারেনা ৷
মানুষ উন্নতি সাধন করতে পারে, পশু পারে না ৷ মানুষ বুদ্ধি ও যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে সত্য মিথ্যা ভালো-মন্দ ও ন্যায় অন্যায় নির্ধারণ করতে পারে, পশুরা এসব পারে না ৷
আরও বই pdf ডাউনলোড করুনতাফসীরে বায়যাবী pdf download | অনুবাদ বিষয়ক বইগুলো ডাউনলোড করুন!
মানব সৃষ্টির ক্রমবিকাশ পিডিএফ - manob srishtir kromobikash
বিজ্ঞানময় কোরআন পিডিএফ ডাউনলোড
তাই মানুষ আর পশু এক নয় ৷ মানুষকে ভাবতে হবে কে তাকে সৃষ্টি করেছেন? সৃষ্টিকর্তা কেন তাকে পশু না বানিয়ে মানুষ বানিয়েছেন? কেন তাকে বুদ্ধি বিবেক ও যোগ্যতা দান করেছেন, এর পেছনে কি কোন উদ্দেশ্য নেই? যুক্তি ও বিবেক বলে এবং নবুয়তের নির্ভুল সূত্র থেকেও আমরা জানতে পারি মানুষকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ৷ সেই উদ্দেশ্যই তাকে জ্ঞান বুদ্ধি ও বিবেক দেয়া হয়েছে ৷ সে উদ্দেশ্যটা হল মানুষ যেন তার সৃষ্টিকর্তার সঠিক পরিচয় জেনে নেয় ৷ তার প্রতি ঈমান আনে এবং তার মর্জি মতো জীবন যাপন করে ৷ সে যেন কেবল তারই দাসত্ব করে ৷ বিষয়টি এই বইতে খোলাখুলি আলোচনা করা হয়েছে ৷
বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “বইবাজার” নামক অনলাইন শপ থেকে ৳49 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!