হামদে বারী-তা'য়ালা অডিও ডাউনলোড

🎵 আল্লা ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, যত দিন এই জীবন… ৷
🎵 আল্লা তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে ৷
🎵 আল্লা তুমি অপরূপ জানি না কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ ৷
🎵 আমার রবের দয়ার কথা গাছগাছালি জানে, চাঁদ সুরুজও আগের মত… ৷
🎵 এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লা ও রাসূলের অনুগত হই ৷
🎵 আযানের ধ্বণী যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি-গো বসে থাকা যায় … ৷
🎵 দূর হতে বহু দূরে, দৃষ্টির অগচরে উঁচু-নিচু পাহাড় আর ধূ-ধূ মরুভূমি ৷
🎵 কোরআনের পথ ধরে এসো হে মুমিন বলেন খোদা আলি শান, তোমরা মোরে… ৷
🎵 আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এই জীবনে… ৷
🎵 রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে শূণ্য ৷
🎵 রোজ বিহানে একটি পাখি আল্লা-আল্লা ডাকে, সেউ পাখিটির গানে… ৷
আরবি ফারসীর সেই ঐতিহাসিক বুলবুলি এখন সর্বত্রই বাংলায় বিরাজমান ৷ যার আভিধানিক অর্থ হলো প্রেমালাপ ৷ আগেরকার গজল ছিল স্রষ্টা ও সাধকের মধ্য ৷ তবে এখন সে সাধ না রাখলেও বন্দনা হিসেবে ব্যবহার হয় ৷ ইসলামী গজল ও সংগীত (কাব্য) প্রেমীদের জন্য আমরা এই ছোট্ট সংগ্রহ করেছি ৷ আশাবাদী সবার কাছেই এগুলো ভালো লাগবে ৷ কোন গজল ডাউনলোড করতে সমস্যা হলে অবশ্যই ম্যাসেজ করে জানাবেন, ধন্যবাদ ৷