পিডিএফ বুকঃ | ইকবালের নির্বাচিত কবিতা |
অনুবাদকঃ | ফখরুল আহমদ |
প্রকাশনাঃ | ইসলামিক ফাউন্ডেশন |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
ইকবালের নির্বাচিত কবিতা বইয়ের সরাসরি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, আপনি চাইলে অনলাইনেও পড়তে পারেন ৷ বইটি ডাউনলোড করতে সমস্যা হলে, দয়া করে জানাবেন ৷
একজন শ্রেষ্ঠ দার্শনিক কবি হিসাবে আল্লামা মুহাম্মদ ইকবাল আন্তর্জাতিকভাবে সুপরিচিত ৷ তার জীবদ্দশায়ই তিনি ইসলামী আদর্শ ও ঐতিহ্যের রূপকার, মহৎ মানবতাবাদী কবি হিসেবে মানবতাবাদী কবি হিসেবে, স্বদেশে-বিদেশে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করেন ৷
তাঁর রচনার অন্তর্গত বাণীর আবেদন ছাড়াও রূপের ঐশ্বর্য্য এবং শিল্প- সাফল্যও ইকবালকে এই খ্যাতি ও প্রতিষ্ঠায় দেয় ৷ স্বদেশের বিভিন্ন ভাষায় যেমন তেমনি আন্তর্জাতিক দুনিয়ার বিভিন্ন ভাষায়ও ইকবালের কবিতার কাব্যগ্রন্থের এবং দার্শনিক চিন্তামূলক প্রবন্ধাদির অনুবাদ হয়েছে ৷
এই অনুবাদের তালিকা দীর্ঘ, অনুবাদের সংখ্যাও তেমনি স্বল্প নয় ৷ ইকবালের কাব্য ও অন্যান্য রচনার অনুবাদকদের মধ্যে রয়েছেন প্রাচ্য ও প্রাশ্চাত্যের অনেক প্রখ্যাত কবি-সাহিত্যিক, সু'পন্ডিত পন্ডিত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ৷
প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন ভাষায় ইকবাল-কাব্যের ও তার অন্যান্য রচনার অনুবাদ শুরু হয় চলতি শতকের দ্বিতীয় দশকের দিকেই ৷ গত প্রায় অর্ধ শতকেরও অধিককাল ধরে বাংলা-ভাষায়ও ইকবালের কাব্যগ্রন্থ, কবিতা ও গদ্য রচনার বহু অনুবাদ হয়েছে ৷ তার অনেক বিখ্যাত কাব্য এবং কবিতার অনুসরণে ও অনুকরণে বাংলা ভাষার রচিত হয়েছে কিছু-কিছু কবিতা ও কাব্য ৷ উপজীব্য আহরণে যেমন, রচনা আঙ্গিক ও রূপনীতি অনুসরণ এবং উপমা, চিত্রকল্প রূপক ইত্যাদি —সংক্ষিপ্ত ৷