ইকবালের নির্বাচিত কবিতা পিডিএফ ডাউনলোড ৷ ফখরুল আহমদ

ইকবালের নির্বাচিত কবিতা
allama_iqball-poems_pdf_download

পিডিএফ বুকঃ ইকবালের নির্বাচিত কবিতা
অনুবাদকঃ ফখরুল আহমদ
প্রকাশনাঃ ইসলামিক ফাউন্ডেশন
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
ইকবালের নির্বাচিত কবিতা বইয়ের সরাসরি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, আপনি চাইলে অনলাইনেও পড়তে পারেন ৷ বইটি ডাউনলোড করতে সমস্যা হলে, দয়া করে জানাবেন ৷
ইকবালের নির্বাচিত কবিতা গ্রন্থের ভূমিকা

একজন শ্রেষ্ঠ দার্শনিক কবি হিসাবে আল্লামা মুহাম্মদ ইকবাল আন্তর্জাতিকভাবে সুপরিচিত ৷ তার জীবদ্দশায়ই তিনি ইসলামী আদর্শ ও ঐতিহ্যের রূপকার, মহৎ মানবতাবাদী কবি হিসেবে মানবতাবাদী কবি হিসেবে, স্বদেশে-বিদেশে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করেন ৷

তাঁর রচনার অন্তর্গত বাণীর আবেদন ছাড়াও রূপের ঐশ্বর্য্য এবং শিল্প- সাফল্যও ইকবালকে এই খ্যাতি ও প্রতিষ্ঠায় দেয় ৷ স্বদেশের বিভিন্ন ভাষায় যেমন তেমনি আন্তর্জাতিক দুনিয়ার বিভিন্ন ভাষায়ও ইকবালের কবিতার কাব্যগ্রন্থের এবং দার্শনিক চিন্তামূলক প্রবন্ধাদির অনুবাদ হয়েছে ৷

এই অনুবাদের তালিকা দীর্ঘ, অনুবাদের সংখ্যাও তেমনি স্বল্প নয় ৷ ইকবালের কাব্য ও অন্যান্য রচনার অনুবাদকদের মধ্যে রয়েছেন প্রাচ্য ও প্রাশ্চাত্যের অনেক প্রখ্যাত কবি-সাহিত্যিক, সু'পন্ডিত পন্ডিত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ৷

প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন ভাষায় ইকবাল-কাব্যের ও তার অন্যান্য রচনার অনুবাদ শুরু হয় চলতি শতকের দ্বিতীয় দশকের দিকেই ৷ গত প্রায় অর্ধ শতকেরও অধিককাল ধরে বাংলা-ভাষায়ও ইকবালের কাব্যগ্রন্থ, কবিতা ও গদ্য রচনার বহু অনুবাদ হয়েছে ৷ তার অনেক বিখ্যাত কাব্য এবং কবিতার অনুসরণে ও অনুকরণে বাংলা ভাষার রচিত হয়েছে কিছু-কিছু কবিতা ও কাব্য ৷ উপজীব্য আহরণে যেমন, রচনা আঙ্গিক ও রূপনীতি অনুসরণ এবং উপমা, চিত্রকল্প রূপক ইত্যাদি —সংক্ষিপ্ত ৷