আশরাফুল জওয়াব পিডিএফ ডাউনলোড ৷ বাগী কুঞ্জালয় পাঠাগার ৷

আশরাফুল জওয়াব
পিডিএফ বুকঃ আশরাফুল জওয়াব
লেখকঃ আশরাফ আলী থানভী (রহ,)
প্রকাশনাঃ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
আশরাফুল জওয়াব সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া হয়েছে, একসাথে সকল খন্ড ডাউনলোড করতে পারেন ৷ ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
আশরাফুল জওয়াব কিতাব সম্পর্কে

সৃষ্টিকুলের পালনকর্তা একমাত্র আল্লাহরই সকল প্রশংসা ৷ সাইযয়্যেদুল মুরসালীন হযরত মুহাম্মদ (স,)-এর উপর সালাম ও শান্তি বর্ষিত হোক ৷ ইসলাম জীবন-সমস্যার চিরন্তন সমাধান ৷ কিন্তু সূচনালগ্ন থেকেই নব উদ্ভাবিত স্পষ্ট কিংবা প্রচ্ছন্ন শিরক-বিদআত, অনৈসলামিক রেওয়াজ-প্রথা, যুগ-চাহিদা- প্রসূত সংশয়-সন্দেহ ইত্যাদির অবাঞ্ছিত প্রবাহ ইসলামের শাশ্বত মূল্যবোধে আঘাত হানার উলঙ্গ প্রয়াস চালিয়ে আসছে ৷

প্রতিটি যুগে ইসলামী চিন্তানায়ক ও হক্কানী আলিমগণের তীব্র প্রতিরোধের মুখে সেসব আঘাত নস্যাৎ হয়ে যায় ৷ উপমহাদেশের অবিসংবাদিত অগ্রনায়ক মুজাদ্দিদে যামান, হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী (র,) রচিত “আশরাফুল জওয়াব” শীর্ষক গ্রন্থটি সে জাতীয় প্রতিরোধেরই বাস্তব প্রয়াস ৷ এগুলো মূলত তার বিভিন্ন সময়ের ওয়াজ এবং তার প্রতি পাঠানো প্রশ্নাবলীর জবাবের সমষ্টিবিশেষ, যা পরে “আশরাফুল জওয়াব” শিরোনামে গ্রন্থাকারে প্রকাশ করা হয় ৷
এতে তিনি অনৈসলামিক রেওয়াজ-রীতি ও সংশয়-সন্দেহের চুলচেরা বিশ্লেষণ করত ইসলামসম্মত বাস্তবধর্মী সমাধান নির্দেশ করেছেন যা আধুনিক যুগ-জিজ্ঞাসার চাহিদা পূরণে পুরোপুরি সক্ষম ৷

গ্রন্থটি বিভিন্ন দিক থেকে অনন্য বৈশিষ্ট্যের দাবিদার ৷ তন্মধ্যে যুক্তির বলিষ্ঠ প্রয়োগ, বিষয়বস্তুর সাবলীল পর্যালোচনা এবং উপমা-উৎপ্রেক্ষার সার্থক উপস্থাপনা বিশেষ উল্লেখযোগ্য ৷ ‘বর্তমান সামাজিক পরিবেশ ও আধুনিক যুগ-জিজ্ঞাসার প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গ্রন্থটির গুরুত্ব বিবেচনা করে একে তাদের বৃহত্তর অনুবাদ প্রকল্পের আওতায় নিয়ে আসে এবং আমার ওপর সে দায়িত্ব অর্পণ করে ৷ হাকীমুল উম্মতের উর্দু বইয়ের ভাষান্তর কর্ম আমার মতো অযোগ্যের জন্য দুঃসাহসিক চিন্তা ৷ তবে আল্লাহর অনুগ্রহ-ছোঁয়ায় ক্ষুদ্র কীটের পক্ষেও বিরাট খেদমত আঞ্জাম দেয়া কঠিন কিছুই না ৷ তাই একমাত্র আল্লাহর রহমতের ভরসা করেই আমি এ কাজে অগ্রসর হই ৷

বলা বাহুল্য, অনুবাদকর্মে আমি হযরত হাকীমুল উম্মতের বিষয়-বক্তব্য তারই ভঙ্গিতে পেশ করার চেষ্টা করেছি ৷ আমার বিশ্বাস—তার বলার ভঙ্গিই অন্তরকে প্রবল ঝাঁকুনি দেয় এবং তার প্রভাব বলয়ে মানুষের হৃদয়-মন দারুণ আকর্ষণ করে ৷ আলোচ্য গ্রন্থটির কোন কোন প্রসঙ্গ আমাদের বাংলাদেশী সমাজ-পরিবেশ পুরোপুরি মিল না-ও খেতে পারে ৷
আমি বাদ দেইনি দুই কারণেঃ
(ক) মূল গ্রন্থকারের বক্তব্যের প্রতিনিধিত্ব করাই অনুবাদকের দায়িত্ব,
(খ) বিষয়টি এমন মৌলিক নয় যে, এড়িয়ে যেতেই হবে ৷ এমন মানগত দিক থেকে এ অনুবাদকর্ম কোন পর্যায়ের, ভাষার দ্যোতনা ক্লান্তিকর কি-না সে কথা পাঠকের বিবেচ্য ৷ তবে আল্লাহর ফযলে আমি পূর্ণ আস্থাশীল যে, গ্রন্থের মূল আবেদনের সাথে অনুবাদের নিবিড় সম্পর্কের কোথাও বিচ্যুতি ঘটেনি ৷

এ অনুবাদকর্মে আমার প্রেরণার উৎস সাহিত্য জগতের অন্যতম দিশারী, মাসিক মদীনা সম্পাদক শ্রদ্ধেয় মাওলানা মুহিউদ্দীন খানের শুকরিয়া আদায় না করা অকৃতজ্ঞতার শামিল হবে ৷ এছাড়া সাইয়্যেদ জহীরুল হক জহীর সহ আরো অনেকের কাছ থেকে আমি উৎসাহ পেয়েছি ৷ তাদের সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ৷

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গ্রন্থটি প্রকাশের উদ্যোগ নিয়ে লক্ষ-কোটি বাংলাভাষী মুসলমানের মনের চাহিদা পূরণ এবং সন্দেহ ও যুগ-জিজ্ঞাসার ঘূর্ণিপাকে বিভ্রান্ত মানুষকে আলোর সন্ধান দিয়েছে ৷ পরিশেষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বর্তমান নৈতিক অবক্ষয়ে দিকভ্রান্ত মানবতাকে আলোর ভুবনে পথ দেখাক, এর দুর্বার গতি প্রবাহে মুসলমানদের নির্জীব অন্তর জাগ্রত হয়ে উঠুক—রাব্বুল আলামীনের দরবারে এটাই সবিনয় মোনাজাত ৷ রাব্বুল আলামীন! একে তুমি সার্থক করে তোলো, আমাদের সবার পক্ষ থেকে একে নাজাতের উসীলা হিসেবে কবূল করে নাও ৷ আমীন, ইয়া রাব্বাল আলামীন!