অবাক বাংলাদেশ বিচিত্র ছলনাজালে রাজনীতি pdf download

obak bangladesh bisitro cholonajale rajniti pdf download  
অবাক বাংলাদেশ বিচিত্র ছলনার জালে রাজনীতি pdf book
পিডিএফ বুকঃ অবাক বাংলাদেশ বিচিত্র..
লেখকঃ আকবর আলী খান
প্রকাশনাঃ প্রথমা প্রকাশন
উপস্থাপনায়ঃ বাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃ কামাল আহমেদ বাগী
অবাক বাংলাদেশ বিচিত্র ছলনাজালে রাজনীতি লেখকঃ আকবর আলী খান বইটি ৪৪৪ পৃষ্ঠা ৫ এমবি পিডিএফ ডাউনলোড করুন! নিচে ৫টি সার্ভারের পিডিএফ ডাউনলোড লিংক দেয়া হয়েছে obak bangladesh bisitro cholonajale rajniti বইটি pdf ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিংক কাজ না করলে, কমেন্ট বা লাইভ চ্যাটের মাধ্যমে জানান ৷
অবাক বাংলাদেশ বিচিত্র ছলনাজালে রাজনীতি

উইনস্টন চার্চিলের ভাষায় বলতে গেলে বাংলাদেশ একটি রহস্যে ঘেরা প্রহেলিকাচ্ছন্ন হেঁয়ালি (a riddle wrapped in mystery an enigma) ৷ একদিকে এখানে প্রাকৃতিক সম্পদের প্রকট অপ্রতুলতা সত্বেও উল্লেখযোগ্য অর্থনৈতিক সাফল্য অর্জিত হয়েছে; অন্যদিকে সুশাসনে নিশ্চিত অবক্ষয় ঘটেছে ৷

বাংলাদেশের অনেক অর্জনের জন্য আমি গর্বিত ৷ তবু রাজনৈতিক অবক্ষয় ও সুশাসনের ক্রমাগত অধোগতি আমার প্রজন্মের যারা আমার মতো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তাদের জন্য দৈহিক যন্ত্রণার চেয়েও মর্মান্তিক মানসিক যন্ত্রণার সৃষ্টি করেছে ৷ এই গ্রন্থের জন্ম এই যন্ত্রণাবোধ থেকেই ৷

প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক নীহাররঞ্জন রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থ রচনা যে কারণ দেখিয়ে ছিলেন তা এই বইয়ের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য ৷ ‘যত অধ্যায়ন বীক্ষণ, মনন, আলোচনা ও গবেষণাযই এই গ্রন্থের পশ্চাতে থাকুক বা না থাকুক, জ্ঞানস্পৃহা আমাকে এই গ্রন্থ রচনায় প্রবৃত্ত করে নাই ৷
…বিস্তৃত বাংলার কৃষকের কুটিরে, নদীর ঘাটে ধানের ক্ষেতে, বটের ছায়ায়, শহরের বুকে, নির্জন প্রান্তরে, পদ্মার চরে, মেঘনার ঢেউয়ের চূড়ায় এই দেশের এবং মানুষের একটি রূপ আমি দেখিয়াছিলাম এবং তাহাকে ভালোবেসেছিলাম…, এই ভালবাসার প্রেরণাতেই আমি এই গ্রন্থ রচনায় প্রবৃত্ত হই আছিলাম ৷’

অধ্যাপক নীহাররঞ্জন রায় আনুষ্ঠানিকভাবে ইতিহাস শাস্ত্রে মহাপন্ডিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানে আমার আদৌ কোন আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই ৷ তবু দেশের জন্য ভালোবাসাকে পুঁজি করে ২০০২ সালে বাংলাদেশ সরকারের চাকরি থেকে অবসর নেওয়ার পর এই গ্রন্থ নিয়ে গবেষণা শুরু করি ৷ প্রথমে ইচ্ছে ছিল ইংরেজি ভাষায় বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি গবেষণাগ্রন্থ লিখব ৷ পরে ভেবে দেখলাম ইংরেজিতে বই লিখে হয়তো কিছু পণ্ডিতের সাধুবাদ পেতে পারি কিন্তু তাতে আমার উদ্দেশ্য সাধিত হবে না ৷ আমি চাই বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক সমস্যা নিয়ে চিন্তা করুক এবং নিজেরাই সংস্কারের পথ বেছে নিক তাই সাধারণ পাঠকের জন্য বইটি বাংলায় লেখা হয়েছে— সংক্ষিপ্ত ৷