আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - পিডিএফ

    আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - পিডিএফ                     
                                                                                                                                                             
পিডিএফ বুকঃআমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
লেখকঃসুজন বড়ুয়া
প্রকাশনীঃঝিঙেফুল
উপস্থাপনায়ঃবাগী কুঞ্জালয় পাঠাগার
কৃতজ্ঞতাঃকামাল আহমেদ বাগী
আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বইটি ৬৩ পৃষ্ঠা ১ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে oshomapto attojiboni pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা মেইল করে জানান ৷
আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বই সম্পর্কে

আমাদের জাতীয় ইতিহাসে অনেক স্মরণীয় দিন আছে ৷ এর প্রতিটি দিনই বিশেষ বিশেষ মহিমায় উজ্জ্বল ৷ যেমন কোনটির গৌরবে থরোথরো, কোনটি আনন্দে ঝলোমলো, কোনটি আবার বিষাদে মর্মর ৷ তাই আমাদের কাছে সব স্মরণীয় দিনের গুরুত্ব একরকম নয়; একেকটি দিনের গুরুত্ব একেক রকম ৷ তবু আমাদের স্মরণীয় দিনগুলোর মধ্যে একটি শ্রেষ্ঠ দিন নিশ্চয়ই আছে, যে দিনটি আমাদের জাতীয় ইতিহাসে বাতিঘরের মতো উজ্জ্বল, যে দিনটির আলোয় আলোকিত হয়ে উঠেছে আমাদের অন্যান্য দিন ৷ হ্যাঁ আমাদের শ্রেষ্ঠ সেই দিন নিশ্চয়ই একুশে ফেব্রুয়ারি ৷

কেন এ দিনটি শ্রেষ্ঠ?
এ দিনে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রথম মাথা তুলে দাঁড়িয়েছি ৷ এ দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে বুকের রক্তে রাজপথ রঞ্জিত করে আমরা পৃথিবীতে প্রথম ইতিহাস সৃষ্টি করেছি ৷ এ দিনেই আমরা ভালোবাসা দিয়ে বন্দুককে পরাজিত করতে সমর্থ হয়েছি ৷ এ দিনটিই আমাদের স্বাধীনতা যুদ্ধের সূচনা অধ্যায় ৷

এই মহান দিনটি ছিল ১৯৫২ সালের ২১-শে ফেব্রুয়ারি ৷ আমরা আবেগভরে এ দিনটিকে বলি ‘অমর একুশে’ বা ‘শহীদ দিবস’ ৷ ১৯৯৯ সাল পর্যন্ত এ দিনটি ছিল আমাদের শহীদ দিবস, ছিল একান্তই আমাদের ৷ কিন্তু এখন এ দিনটি বিশ্বের সকল মানুষের ৷

১৯৯৯ সালের ১৭-ই নভেম্বর একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য বয়ে এনেছি এক অনন্য গৌরব ৷ জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) একুশে ফেব্রুয়ারিকে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ৷ একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ ২০০০ সাল থেকে একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ৷

 

বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারি” নামক অনলাইন শপ থেকে ৳155 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!