পিডিএফ বুকঃ | আমার আব্বা আম্মা |
লেখকঃ | সাইয়েদা হুমায়রা মওদূদী |
প্রকাশনীঃ | আধুনিক প্রকাশনী |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
আমার আব্বা আম্মা বইটি ১১৮ পৃষ্ঠা ২ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে amar abba amma pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা মেইল করে জানান ৷
আব্বা সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রহঃ) মুসলিম উম্মাহর এক বিশাল সম্পদ ৷ তাই তার স্বরণ ও স্মারক উম্মাহর জন্য আমানত স্বরূপ ৷ তাকে স্মরণীয় করে রাখার জন্য ২০০৪ সালের মে মাসে লাহোর থেকে প্রকাশিত মাসিক সাময়িকী “তারজুমানুল কুরআনের” একটি বিশেষ সংখ্যায় আমার একটি নিবন্ধ প্রকাশিত হয় ৷ সেখানে আমি কিছু স্মৃতিচারণ করেছিলাম ৷ আব্বার জন্মশত বার্ষিকীতে তাকে স্মরণীয় করে রাখার জন্য ৷
অপরকে ধৈর্যধারণের উপদেশ দেওয়া খুব সহজ ৷ কিন্তু নিজে ধৈর্যধারণ করা অত্যান্ত কঠিন ৷ সবরের ঢোক সবচাইতে তিক্ত ঢোক, যা হজম করা সত্যিই কঠিন ৷ আমি জিন্দেগীভর দাদি আব্বা-আম্মাকে বিন্দু বিন্দু করে সবরের তিক্ত স্বাদ হজম করতে দেখেছি ৷ সারাজীবন তারা ধৈর্যের যে পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে গেছেন এ কাহিনী তারই প্রতিচ্ছবি ৷ বারবার অশ্রুসজল হয়ে উঠত দৃষ্টি ৷ ভরা পানপাত্রের মতো অশ্রু জমে থাকতো অক্ষি কোঠরে, ঝরে পড়েনি দৃষ্টিমানের সামনে ৷ হয়তো বা শত দুঃখ কষ্টের মাঝেও অশ্রুগুলো ঝরতে পারেনি ৷ কারণ দাদী বলে দিয়েছিলেন “ক্রন্দনরত ব্যক্তির সাথে কেউ কাঁদে না, কিন্তু যে হাসিখুশি তার সাথে সবাই হাসে” সকলে ক্রন্দনরত ব্যক্তির তামাশা দেখে ৷
আজ বলা হয় বিগত শতাব্দী ছিল মাওলানা মওদুদীর শতাব্দী ৷ তিনি নিজ ক্ষুরধার লেখনী দ্বারা চিন্তার রাজ্যে এক ব্যাপক বিপ্লব সাধন করেন ৷ বিশ্ব ইসলামী আন্দোলন আজ তার লেখনী ও সাহিত্য দ্বারা দারুণভাবে উপকৃত হচ্ছে ৷ তবে এখানে স্মর্তব্য যে, কোন চিন্তাবিদ বা লেখকের মহান সৃষ্টি সমূহ তখন সম্ভব যখন তার পরিবেশ ও প্রতিবেশ অনুকূল থাকে ৷ পরিবারের সদস্যদের সহযোগিতা অটুটভাবে সে লাভ করে ৷ বিশেষ করে সহধর্মিনীর সহযোগিতা শান্তিপূর্ণ সান্নিধ্য ৷
এটা শুধুমাত্র একটি স্মৃতিচারণ নয় বরং এক খ্যাতিমান ব্যক্তি, তার স্নেহময়ী জননী ও জীবন সঙ্গিনীর ধৈর্য ও দৃঢ়তার অনবদ্য আলেখ্য ৷ আজ বিশ্বময় বিস্তৃত মহান এ ইসলামী আন্দোলন এমন একটি গৃহকোণ থেকে সূচিত হয়েছিল যে পরিবারে ছিল শিশু-কিশোর নয়জন সন্তান, মা ছিলেন অত্যন্ত দুর্বল স্বাস্থ্য হাঁপানির রোগী জীবন সঙ্গিনী ৷ সেই পরিবারের সদস্যরা যদি গাফিলতি করতো কিংবা কোন বিষয়ে অধৈর্যের পরিচয় দিত, তাহলে আজ আমরা আন্দোলনের যে সাজানো বাগান দেখছি তা হয়তো এমন হতো না ৷
বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারি” নামক অনলাইন শপ থেকে মাত্র ৳81 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!