পিডিএফ বুকঃ | অভিশপ্ত ইহুদী জাতির বেঈমানীর ইতিহাস |
লেখকঃ | এ বি এম এ খালেক মজুমদার |
প্রকাশনীঃ | আধুনিক প্রকাশনী |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
অভিশপ্ত ইহুদী জাতির বেঈমানীর ইতিহাস বইটি ১৩৬ পৃষ্ঠা ১৭ এমবি পিডিএফ ডাউনলোড করুন! Google Drive থেকে ডাউনলোড লিংক দেয়া হয়েছে odhisopto eyahudi jatir baymani etihash pdf download করতে সমস্যা হলে কমেন্ট বা মেইল করে জানান ৷
ইহুদী জাতি আল্লাহ তাআলার অভিশপ্ত জাতি ৷ এ জাতির অভিশপ্ততার কথা বলতে গিয়ে সূরা ফাতিহায় আল্লাহ তাঁর বান্দাদেরকে শিখিয়েছেন তার কাছে হিদায়াত চাইবার পদ্ধতি ৷ তিনি শিখিয়ে দিয়েছেন তোমরা বলবে “হে আল্লাহ! আমাদেরকে তোমার সত্য সহজ-সরল পথে চলার হেদায়েত দান করো ৷ ঐসব লোকের পথ যে পথের পথিকদের উপর তুমি তোমার নেয়ামত দান করেছ ৷ তাদের পথ নয় যাদের উপর তুমি অভিশাপ বর্ষণ করেছো ও যারা পথভ্রষ্ট ৷
এ অভিশাপ প্রাপ্ত ও পথভ্রষ্ট জাতি হল ইহুদী জাতি ৷ এদের উৎপত্তির ইতিহাস এই বইতে পাওয়া যাবে ৷ এ জাতির কাছে আল্লাহ তার অনেক নবী-রাসূল পাঠিয়েছেন ৷ যাদের উপর আল্লাহ্ তার অনেক নিয়ামত বর্ষণ করেছেন ৷ কিন্তু এই অভিশপ্ত ইহুদী জাতি আল্লাহর নিয়ামতের প্রতি শুকুর আদায় করেনিন বরং আল্লাহর নিয়ামত অস্বীকার করেছেন ৷
এ জাতির কাছে প্রেরিত শত-শত নবীকে অমান্য করেছে ৷ তাদেরকে নানা পথে নানাভাবে অকথ্য নির্যাতন করেছে ৷ অনেক নবীকে তারা হত্যা পর্যন্ত করেছে ৷ এর অনেক বর্ণনা কালামে পাক এসেছে ৷ আল্লাহ তাঁর পরিকল্পনা অনুযায়ী এ দুনিয়া বানিয়েছেন সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে, তার পরিকল্পনা অনুযায়ী মানুষকে চলার শক্তি দিয়েছেন, তার জন্য পাঠিয়েছেন আসমানী কিতাব ও নবী রাসুল ৷ এক নবীর শেষ হবার পর আরেকজন নবী আল্লাহর তরফ থেকে মনোনীত হলে, আগের নবীর শরীয়ত ও তার উপর অবতীর্ণ আসমানী কিতাবের হুকুম পালন শেষ হয়ে যায় ৷ নতুন নবীর উপর অর্পিত শরীয়ত ও তার উপর অবতীর্ণ আসমানী কিতাবকে মেনে চলতে হয় ৷ পরবর্তী উম্মতগণ আগের সকল নবীকে সত্য বলে বিশ্বাস করবে ৷
কিন্তু বনী-ইসরাঈল তথা ইহুদী জাতি আল্লাহর হুকুম মানেনি ৷ তারা নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিল তার কথা তারা শুনেনি ৷ হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তকেও তারা মানেনি ৷
সর্বশেষ মুহাম্মদ (সঃ) কেও তারা মানেনি ৷ অথচ তাদের কিতাব তাওরাত ও ইঞ্জিলে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের আগমনের বাণী তারা পড়েছে ও জানে ৷ ইহুদী জাতির বড় বড় আলেমরাও মুহাম্মদ (সঃ) এর আগমন কথা জানতো ও বিশ্বাস করত ৷ কিন্তু এরপরও তারা ইসলাম গ্রহণ করেনি ৷ মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে নবী হিসেবে মানেনি বরং নবী করীম সাল্লাল্লাহু ইসলাম ও মুসলমানদের সাথে শত্রুতা করেছে ৷ সেই শত্রুতার জের আজ পর্যন্ত চলে আসছে ৷
ইহুদী জাতির ইতিহাস থেকে জানা যায় তারা দুনিয়ার কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারেনি ৷ হযরত মূসা আলাইহিস সালামের কাল থেকেই তারা তাদের বেঈমানীর অভিশপ্ত বোঝা বহন করে এসেছে ৷ অবশেষে তারা মদীনা হতেও বহিষ্কার হয়ে বিশ্বের দুয়ারে দুয়ারে ভিক্ষার ঝুলি কাঁধে ঝুলিয়ে ঘুরেছে ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা প্রচন্ড মার খেয়েছে হিটলারের হাতে ৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধেরপর আমেরিকা ও ব্রিটিশদের মদদের জের ধরেই ফিলিস্তিনে ইহুদীদের বসতি গড়ে উঠে ৷ আস্তে আস্তে ফিলিস্তিনের একটি অংশকে তারা একটি দেশ হিসেবে গঠন করে ৷ ইহুদিদের নিজস্ব আবাসভূমি গঠনের জন্য একমাত্র এলাকা ফিলিস্তিন ছিল না ৷ প্রথমে আর্জেন্টিনা, কেনিয়া এমনকি ভারতও বিবেচনায় ছিল ৷ আর্জেন্টিনা ও কেনিয়ায় ইহুদিদের বসতির জন্য বরাদ্দ দেয়া হয়েছিল ৷ কেনিয়াতেই ইয়াসিন জিশুয়া মালভূমীতে ইহুদিদের জন্য ৫ হাজার বর্গমাইল এলাকা বরাদ্দ দেয়া হয়েছিল ১৯১৬ সালে ৷ তার পরের বছরই ১৯১৭ সালে বেলকোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদী বসতি স্থাপনের কথা বলা হয় ৷
১৯০০ সালে ফিলিস্তিনে ইহুদী জনসংখ্যা ছিলো মাত্র ৫০ হাজার ৷ আর ১৯৪৮ সালে ব্রিটিশ ম্যাণ্ডেট প্রত্যাহারের সময় সেখানে ইহুদী সংখ্যা গিয়ে পৌঁছে ৭ লাখ ৬০ হাজার ৷ তাদের সংখ্যা বৃদ্ধিতে ব্রিটেনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছিল ৷ পরবর্তীকালে আমেরিকা ইসরাইলকে সব রকমের সাহায্য দিয়ে যাচ্ছে ৷ অ্যাংলো-আমেরিকান প্রত্যক্ষ মদদেই ইসরাইল আজ যে-কোন ধরনের বর্বরতা ও নিষ্ঠুরতা চালাতে ত্রুটি করছে না ৷
বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “রকমারি” নামক অনলাইন শপ থেকে মাত্র ৳48 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!