পিডিএফ বুকঃ | আইসিটি অভিধান |
লেখকঃ | মাহবুবুর রহমান |
প্রকাশনীঃ | সিসটেক পাবলিকেশন্স লিঃ |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
ইংলিশ টু বাংলা ভোকাবুলারি পিডিএফ, মাহবুবুর রহমান pdf, আইসিটি অভিধান সম্পর্কে
কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার কেবলমাত্র কম্পিউটার বিজ্ঞানীরাই করেন না, করেন অন্য পেশাজীবীরাও ৷ শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ সকল পেশাজীবীরাই আজকাল কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সাথে যুক্ত হচ্ছে ৷ তাই একটি ভালো ও শব্দ সমৃদ্ধ কম্পিউটার অভিধানের সব থেকে বেশি প্রয়োজন তাদের, যারা তথ্যপ্রযুক্তিকে তাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকেন ৷ এই লক্ষ্যে শুধুমাত্র তথ্যপ্রযুক্তিভিত্তিক অভিধান প্রণয়নে আমাদের এই প্রয়াস ৷
আরো ইসলামি বই ফ্রি পিডিএফ
কুরআন হাদীসের আলোকে সৃষ্টি ও আবিষ্কার
কোরআনের অভিধান quraner ovidhan bangla book pdf
শয়তানের বেহেশত ইসলামি উপন্যাস ১-২ খন্ড pdf
এছাড়াও বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক করা হয়েছে ৷ এছাড়াও অনার্স এবং মাস্টার্স এর বিভিন্ন সাবজেক্টে আইসিটি বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ আইসিটি শিক্ষক এবং শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে বিভিন্ন তথ্য সহজেই হাতের নাগালে পাওয়ার জন্য রচনা করা হয় আইসিটি অভিধান ৷
বাংলা তথ্যপ্রযুক্তি বিষয়কে অভিধান কম্পিউটার ইন্টারনেট নেটওয়ার্ক ইত্যাদি বিভিন্ন বিষয়ের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অন্তর্ভুক্ত করে রচনা করা হয় এ অভিধানটি বাজারে প্রচলিত প্রায় সবাই সিটি বইয়ের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত লেখা হয়নি সেসব বিষয় এবং আরো অন্যান্য আরো অনেক বিষয় সম্পর্কে আলফাবেটিক্যালি সাজান প্রায় ৭ সহস্রাধিক শব্দের এক বিশাল সম্ভার যা থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন ৷
বিঃদ্রঃ এ বইটি মোবাইল ও কম্পিউটারে পড়তে চাইলে নিচের প্রথম বাটনে ক্লিক করে পিডিএফ কপি ফ্রি ডাউনলোড করুন ৷ এছাড়া মূল কপি পেতে চাইলে দ্বিতীয় বাটনে ক্লিক করে “বইবাজার” নামক অনলাইন শপ থেকে ৳240 টাকায় বইটি অর্ডার করতে পারেন ৷ বইয়ের মূল কপি আপনার ঠিকানায় পাঠাবে, বইটি হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা দিন!