পিডিএফ বুকঃ | পলাশী যুদ্ধোত্তর আযাদী সংগ্রামের পাদপীঠ |
লেখকঃ | হায়দার আলী চৌধুরী |
প্রকাশনীঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
উপস্থাপনায়ঃ | বাগী কুঞ্জালয় পাঠাগার |
কৃতজ্ঞতাঃ | কামাল আহমেদ বাগী |
পলাশীর যুদ্ধ, পলাশীর যুদ্ধ বই pdf, পলাশী যুদ্ধোত্তর আযাদী সংগ্রামের পাদপীঠ বই প্রসঙ্গ
যে জাতির ইতিহাস নেই তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না ৷ ইতিহাসকে জাতির দর্পণ বলা হয়, কারণ ইতিহাসে ফুটে ওঠে জাতির প্রতিচ্ছবি ৷ একমাত্র ইতিহাস অধ্যায়নের মাধ্যমেই একটি জাতি তার নির্ভেজাল সত্তা ও শক্তিমত্তার প্রকৃত পরিচয় লাভ করতে পারে ৷ অগ্রসর হতে পারে তার উজ্জ্বলতার ভবিষ্যতের আস্থা বুকে নিয়ে ৷
আরও বই পিডিএফ ডাউনলোড করুনআল আদাবুল মুফরাদ pdf
তবকাত ই নাসিরী (উপমহাদেশের ইতিহাস) PDF Download
১৯৭৫ সাল - সৈয়দ আলী আহসান
ইতিহাস বলতে কী বোঝায়?
ইতিহাস বলতে সাধারণ অর্থে আমরা অবশ্যই লিখিত ইতিহাসকে বুঝে থাকি ৷ কিন্তু যখন আমরা বলি অমুক জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তখন কি আমরা তার গ্রন্থাকারে প্রকাশিত ইতিহাস বুঝিনা? আমরা বলতে চাইছি গৌরবযোগ্য ইতিহাস, অতীত ইতিহাস তার গ্রন্থাকারে প্রকাশিত থাকবে ইতিহাস গ্রন্থ বলতে যা বোঝানো হয় তাই ইতিহাসের গ্রন্থেরই রূপ মাত্র ৷
পলাশীর যুদ্ধ কত সালে
আরো সহজ করে বললে বলতে হয় এমনও জাতি থাকে যাদের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, কিন্তু নেই সে ইতিহাসের সঠিক গ্রন্থিত রূপ ৷ এর নিকটতম দৃষ্টান্ত বাংলাদেশ ৷ ইতিহাস রচনার কাজ সাধারণত যতটা সহজ মনে করা হয় ততটা সহজ এ কাজ নয়, কারণ মানবজাতির ইতিহাসের প্রতিটি স্তরেই রয়েছে ন্যায়-অন্যায়ের মধ্যে কল্যাণ অকল্যাণের দ্বন্দ্ব ৷ আর এসব তথ্য সংঘাতের সব সময় যে ন্যায়ের পক্ষে জয়ী হয়েছে এমনটাও সত্যি নয় বরং অধিকাংশ ক্ষেত্রে বিপরীতটৈই সত্য হয়েছে ৷ অকল্যাণের শক্তি যখন কল্যাণের পক্ষের ঐতিহাসিক উপাদানই সচেতন ভাবে চাপা দেয়া হয়েছে ৷
উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম, আজাদী সংগ্রাম, মীর জাফর, সিরাজউদ্দৌলা
ইতিহাসের প্রকৃত গবেষকদের অন্যতম প্রধান কাজ যে ইতিহাসের পুনর্গঠন করা অর্থাৎ ইতিহাসের চাপা পরা সত্যকে পুনরুদ্ধার করা তার গুরুত্ব এখানেই ৷ পলাশীর আম্র কাননে আমাদের স্বাধীনতা সূর্য অন্ত যাওয়ার পর সুদীর্ঘকাল ধরে এদেশের মুসলমানরা স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য রক্ত খরা সংগ্রাম চালিয়েছে ৷ কিন্তু বিজয়ী বিদেশী শক্তির সাথে এদেশের একটি কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর যোগসাজনের ফলে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস চাপা পড়ে যায় ৷ শুধু সত্য চাপা দেয়াই নয় দুই অপশক্তির যোগসাজনে মুসলমানদের যা কিছু গর্ব ও গৌরবের তা ধ্বংস করা হয় এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতি সব ক্ষেত্রে মুসলমানদেরকে বিধ্বস্ত করে দেয়ার বর্বর অভিযান চালানো হয় ৷ এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং এই চাপা পড়া ইতিহাসের কিছু অংশ সারা জীবনের পরিশ্রম ও সাধনার মাধ্যমে উদ্ধার করে পাঠকের সামনে এই গ্রন্থ তুলে ধরেছেন রংপুরের প্রবীণ গবেষক জনাব হায়দার আলী চৌধুরী